কুমার বিশ্বজিৎ গান দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
রোববার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি একাধারে গীতিকার, সুরকার, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। অডিও, সিনেমা, মঞ্চসহ সব মাধ্যমেই নিজের সুরের মায়াজালে তিনি আবিষ্ট করেছেন লাখো-কোটি শ্রোতার হৃদয়। কুমার বিশ্বজিৎ গান দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘সংগীত ঐক্য বাংলাদেশ’ এর মহাসচিব ও দেশবরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। এছাড়া শুভেচ্ছা বক্তৃতা করেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের ডা. আশীষ কুমার চক্রবর্তী প্রমুখ।
আরও পড়ুন: ‘দুর্যোগ মোকাবিলায় দেশে যত ভলান্টিয়ার, অনেক দেশে তত মানুষও নেই’
উল্লেখ্য, কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ এর আত্মকথনমূলক আত্মজীবনী গ্রন্থ ‘এবং বিশ্বজিৎ’ এর প্রকাশনা উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রন্থটির রচয়িতা বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী জয় শাহরিয়ার এবং বইটি প্রকাশ করেছে ‘আজব প্রকাশ।’
বিজ্ঞাপন
টিএ/আইএইচ

