দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশে যত ভলান্টিয়ার আছে, বিশ্বের অনেক দেশে তত মানুষও নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা. এনামুর রহমান।
রোববার (৬ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত ভূমিকম্প, অগ্নিনির্বাপক ও উদ্ধার বিষয়ক মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার সফলতার সাথে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী আমাদের সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছেন। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যারা অগ্নিকাণ্ডসহ সকল দুর্যোগে কাজ করে যাচ্ছেন।
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সারা বিশ্বে রোল মডেল উল্লেখ করে ডা. এনামুর রহমান বলেন, সারাদেশে ফায়ার সার্ভিসের অধীনে ৪২ লাখ ভলান্টিয়ার দুর্যোগ মোকাবিলায় কাজ করে যাচ্ছেন। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউট, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও কাজ করছেন। আমাদের দেশে যে পরিমাণ ভলান্টিয়ার আছে বিশ্বের অনেক দেশে সে পরিমাণ মানুষই নেই।
ফায়ার সার্ভিসের কাজের প্রশংসা করে মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা জীবন উৎসর্গ করে কাজ করছেন। তারা আগুনের উত্তাপ সহ্য করে, পানিতে ভিজে কাজ করেছে। তারা মহান হৃদয়ের অধিকারী। বিপদের নিজের জীবনের পরোয়া করেন না। অনেক কর্মী দুর্যোগে মানুষকে উদ্ধার করতে গিয়ে মারা গেছেন। আমরা তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
দুর্যোগ মোকাবিলা ও ফায়ার সার্ভিস বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে ডা. এনামুর রহমান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই বাহিনীকে ২২০ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি দেওয়া হয়েছে। সম্প্রতি একনেকের সভায় প্রধানমন্ত্রী দুই হাজার ২৭৩ কোটি টাকা অনুদানও দিয়েছেন। এর মাধ্যমে সারাদেশে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা আরও বাড়বে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ৯৯৯ সেবার মাধ্যমে অ্যাম্বুলেন্স প্রাপ্তি বাংলাদেশের একটি অনন্য কার্যক্রম। সারাদেশের উপজেলায় এখন ফায়ার সার্ভিস কেন্দ্র স্থাপন করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর মতো সাহসী ও আত্মপ্রত্যয়ী হতে হবে। আমরা দুর্ঘটনায় ভীত হবো না। ফায়ার সার্ভিসের প্রতি আহ্বান থাকবে, তারা যেন এই ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখে।
আরও পড়ুন: বিহারিদের ক্যাম্প ঢাকার বাইরে নেওয়া হবে : প্রধানমন্ত্রী
এর আগে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল, ভলান্টিয়ার ও উপস্থিত জনতার সহায়তায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান এবং প্রাথমিক চিকিৎসার মহড়া প্রদর্শন করেন। তারা আধুনিক যান ও মেশিনের সহযোগিতায় কাজের বিভিন্ন ধরন উপস্থাপন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিসের যৌথ আয়োজনে ওই মহড়া অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোশাররফ হোসেন, হাসপাতাল পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকসহ বাহিনীর শতাধিক সদস্য ও ভলান্টিয়ার।
এমএইচ/আইএইচ

