শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

পুলিশ ও বিচারকের ওপর হামলা করতেই দেশে ফেরেন মনির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২২, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

পুলিশ ও বিচারকের ওপর হামলা করতেই দেশে ফেরেন মনির
গ্রেফতার মনির আব্দুর রাজ্জাক | ছবি: ঢাকা মেইল

২০০৭ সালে শ্রমিক হিসেবে বাহরাইনে পাড়ি জমান কুমিল্লার লাকসাম উপজেলার মনির। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কনটেন্ট দেখে জড়িয়ে পড়েন উগ্রবাদে। পরে পুলিশ ও বিচারক হত্যার ছক এঁকে ফেরেন দেশে। তবে হামলার আগেই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) জালে ধরা পড়েন মনির আব্দুর রাজ্জাক।

রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।


বিজ্ঞাপন


রোববার (৬ মার্চ) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে মো. আসাদুজ্জামান জানান, কুমিল্লা থেকে ২০০৭ সালে শ্রমিক হিসেবে বাহরাইনে যান মনির। পরে ২০১৮ সালে সেখান থেকে দেশে ফেরেন। এরপর আবারও বাহরাইনে যান। সেখানে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী কনটেন্ট দেখে নিজেও উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে পড়েন। একপর্যায়ে জিহাদের প্রস্তুতি নেন তিনি।

এরই অংশ হিসেবে পরিবারের কাউকে না জানিয়ে গত ২৮ ফেব্রুয়ারি দেশে আসেন মনির। পরে পুলিশ ও বিচারকের ওপর হামলার পরিকল্পনা করেন। তাদের হত্যা করে দেশ স্বাধীন করার বিষয়ে ফেসবুকে পোস্টও দিয়েছিলেন মনির। ‘গাজওয়াতুল হিন্দের’ দ্বারা উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন স্ট্যাটাসও দিতেন তিনি।

আরও পড়ুন: বাথরুমের পানি খেয়েই বেঁচে ছিল নির্যাতিত লিজা!


বিজ্ঞাপন


পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের এই কর্মকর্তা জানান, বাহরাইনে থাকাবস্থায় পাকিস্তানি এক সহকর্মীর সঙ্গে পরিচয় হয় মনিরের। ওই পরিচয়ের সূত্র ধরেই পাকিস্তানি নামে একটি আইডি খুলেন। পরে সেটি দিয়েই নানা সরকারবিরোধী প্রচারণা চালাতেন মনির। দিতেন বিভিন্ন উস্কানিমূলক পোস্টও। তার ধারণা ছিল- যেহেতু তিনি বিদেশে থাকেন, তাই তাকে কেউ ধরতে পারবে না।

সিটিটিসির এই কর্মকর্তা আরও জানান, মনির দেশে ফেরার মাত্র দুই মাস পরেই প্রবাসে চলে যান। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধর্মীয় উগ্রবাদপুষ্ট উস্কানিমূলক পোষ্ট দিয়ে অনলাইনে জঙ্গিবাদ ছড়িয়ে দিতে থাকেন। এমনকি ধর্মীয় উগ্রবাদী সংগঠন ‘গাজওয়াতুল হিন্দে’ যোগদানের বিষয়ে সকলের দোয়াও কামনা করতেন মনির যাতে ‘গাজওয়াতুল হিন্দের’ এই যুদ্ধে আল্লাহ যেন তাকে কবুল করেন।

এমআইকে/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর