বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিহারিদের ক্যাম্প ঢাকার বাইরে নেওয়া হবে : প্রধানমন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২২, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

বিহারিদের ক্যাম্প ঢাকার বাইরে নেওয়া হবে : প্রধানমন্ত্রী  

স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের একটি বড় অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বসবাস করে আসছে। তাদের বসবাসের জায়গাগুলো ক্যাম্প হিসেবে পরিচিত। আর এই ক্যাম্পে বিহারিদের বসবাস বেশ মানবেতর। তাদেরকে উন্নয়ন ও স্বাভাবিক জীবন দিতে ঢাকা শহর থেকে বিহারী ক্যাম্প সরিয়ে ঢাকার বাইরে বড় জায়গায় নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিহারীদের দক্ষতা অনুযায়ী তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার কথা জানান সরকারপ্রধান। 
 
রোববার (৬ মার্চ) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুনভাবে অন্তর্ভূক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও উন্নয়ন (ফেজ-১) শীর্ষক প্রকল্পের বাস্তবায়নাধীন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা জানান।
 
শেখ হাসিনা বলেন, ‘পাকিস্তান কোনদিন তাদের (বিহারিদের) গ্রহণ করেনি। তাদের ভাগ্য পরিবর্তন হয়নি। তার ছেলে-মেয়েরা এদেশে জন্মগ্রহণ করেছে। তারা খুবই কষ্টের জীবন-যাপন করে। আমি চাচ্ছি তাদের জন্য একটা ভাল ব্যবস্থা করতে।’ 
 
দোভাষীরা বিভিন্ন কাজে পারদর্শী। তাই কল-কারখানা আছে বা কাজের ব্যবস্থা আছে, এমন জায়গায় তাদেরকে স্থানান্তরের কথা জানান সরকারপ্রধান। 
 
তিনি বলেন, ‘তারা যে কাজে পারদর্শী সে কাজে যেন তারা নিজেকে সম্পৃক্ত করতে পারে, জীবিকার ব্যবস্থা করতে পারে সেভাবে সাহায্য করতে হবে।’ 
 
বিহারীদের থাকার মতো এত বড় জায়গা ঢাকা মধ্যে পাওয়া যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরের বাইরের কোনো জায়গা। যেখানে ইন্ডাস্ট্রি আছে। কাজ আছে সেখানে তাদেরকে নেওয়া হবে।’ 
 
তিনি বলেন, ‘এতে তারা মানুষের মত বাঁচতে পারবে। মানুষকে মানুষ হিসেবে আমরা দেখতে চাই। তারা এখানে থাকতে চায়নি। তারা যাবে কোথায়? তাদের বংশবৃদ্ধি হয়েছে। তাদের ছেলে মেয়েরা আমাদের দেশে জন্মগ্রহণ করেছে।’
 
প্রসঙ্গত, রাজধানীসহ সারাদেশে ১১৫টি দোভাষী ক্যাম্প আছে। এ সব ক্যাম্পের মূল বাসিন্দা সংখ্যা কত তা এখন অনেকটা অজানা। এরইমধ্যে উর্দুভাষীদের একটি অংশ ক্যাম্প ছেড়ে বেরিয়ে এসেছেন। তারা এখন এদেশের মানুষের সঙ্গে মিলে মিশে বসবাস করেন। আবার বিহারীদের একটি অংশ জড়িত মাদক ব্যবসায়। গত কয়েক বছরে র‍্যাব ও পুলিশের হাতে হাজারের বেশি উর্দুভাষী মাদক ব্যবসায়ী আটক ও গ্রেপ্তারের নজির আছে। ক্যাম্পের ঘিঞ্জি পরিবেশের কারণে বিহারী পল্লী থেকে মাদক বিক্রি সহজ। 
 
কারই/ একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর