বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

বাড়তে পারে বিদ্যুতের দাম, ঘোষণা চলতি সপ্তাহেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

বাড়তে পারে বিদ্যুতের দাম, ঘোষণা চলতি সপ্তাহেই
ফাইল ছবি

চলতি সপ্তাহেই বিদ্যুতের পাইকারি পর্যায়ে নতুন দাম ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল। তিনি জানান, কাজ চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো দিন দাম বাড়ার ঘোষণা আসতে পারে। এটি ২-১ দিনের মধ্যেও হতে পারে। আবার ৪-৫ দিনের মধ্যেও হতে পারে।

রোববার (২ অক্টোবর) বিইআরসি চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আবদুল জলিল বলেন, বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর আবেদনের গণশুনানি হয়েছিল গত ১৮ মে। গণশুনানিতে বিদ্যুতের দাম প্রায় ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছিল বিইআরসির টেকনিক্যাল কমিটি। আইন অনুযায়ী ৯০ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করতে হবে।

আরও পড়ুন: দাম কমল এলপিজির

বিইআরসি চেয়ারম্যান বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই দাম ঘোষণা করব। ৫০-৬০ পৃষ্ঠার একটা রায়, প্রতিটি শব্দ দেখে দিতে হয়। এজন্য একটু সময় লাগছে। রায় ঘোষণার কাজটি ফাইনাল স্টেজে আছে।

এর আগে বিইআরসি সূত্র জানায়, তারা একটি সিদ্ধান্ত চূড়ান্ত করে এনেছেন। তবে সরকারের কিছু নীতি-সিদ্ধান্তের বিষয় রয়েছে। বিশেষ করে ভর্তুকি ইস্যু। দাম না বাড়িয়েও কোনো উপায় করা যায় কি না সেটা চিন্তা করা হচ্ছে।


বিজ্ঞাপন


সূত্র জানায়, এই দফায় বিদ্যুতের দাম বাড়ালেও তা ২০ শতাংশের বেশি হবে না।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর