রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

বুধবার থেকে সরকারি অফিস ৮-৩টা, ব্যাংক ৯-৪টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

বুধবার থেকে সরকারি অফিস ৮-৩টা, ব্যাংক ৯-৪টা
ফাইল ছবি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট পরিস্থিতি মোকাবেলায় আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। আর ব্যাংক চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছুটি থাকবে দুই দিন। 

সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।


বিজ্ঞাপন


শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক দুই দিন বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে কবে থেকে এবং সপ্তাহে কোন কোন দিন বন্ধ থাকবে তা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে৷

মন্ত্রিপরিষদ সচিব জানান, আমনের সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এসব সিদ্ধান্তে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং একই সঙ্গে যানজটও কমবে বলে মনে করেন মন্ত্রিপরিষদ সচিব।

আরও পড়ুন: জ্বালানি সংকটের সমাধান কোন পথে?


বিজ্ঞাপন


আনোয়ারুল ইসলাম জানান, নির্দেশনাতে ছিল সরকারি অফিসগুলোতে কোথাও পর্দা টানানো থাকবে না। লাইট যত সম্ভব কম, এয়ারকুলার যত সম্ভব কম ব্যবহারের নির্দেশনা ছিল। সেগুলো বাস্তবায়নের তাগিদ দেন তিনি।   

fff

জ্বালানির সংকট মোকাবেলায় গত ১৮ জুলাই প্রধানমন্ত্রী কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে রয়েছে ১৯ জুলাই থেকে এলাকাভিত্তিক লোডশেডিং, দিনে এক-দুই ঘণ্টা লোডশেডিং, ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, সপ্তাহে এক দিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প, রাত আটটার পর শপিং মল বন্ধ, সরকারি-বেসরকারি সভা হবে ভার্চুয়ালি এবং অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমানো। ইতোমধ্যে বেশির ভাগ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

টিএ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর