সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নতুন প্রজন্মের সুরক্ষায় সংস্কারের পক্ষে থাকতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম

শেয়ার করুন:

নতুন প্রজন্মের সুরক্ষায় সংস্কারের পক্ষে থাকতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ ও নতুন প্রজন্মের সুরক্ষার জন্য সংস্কারের পক্ষে দাঁড়াতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো সম্ভব। 

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোটের পক্ষে প্রচারে এসে নূরজাহান বেগম এসব বলেন। 


বিজ্ঞাপন


স্বাস্থ্য উপদেষ্টা বলেন, মানুষ শান্তিতে থাকবে, আমরা এমন রাষ্ট্র চাই। অত্যাচার-অনাচার থেকে মুক্ত থাকতে সবাইকে একত্রিত হতে হবে। কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য। সরকারি কর্মকর্তারা শতভাগ নিরপেক্ষভাবে কাজ করবেন এবং কোনো পক্ষপাতিত্ব করবেন না। এছাড়া ভোটারদের প্রতি তিনি অনুরোধ করেন, ভোট দেওয়ার আগে প্রার্থীদের প্রতিশ্রুতি যাচাই করে ভোট দিন।

উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও বৈষম্য দূর হয়নি। ২০২৪ সালের আন্দোলনে  হত্যাকাণ্ডের মতো অবস্থা আমরা চাই না। তাই বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণভোটের আয়োজন করা হয়েছে। 

নূরজাহান বেগম আশা প্রকাশ করেন, দেশ গঠনে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে। জনগণের চাহিদা অনুযায়ী নতুন বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য থাকবে। ‘দেশ পরিবর্তনের জন্য গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তাই সব ভোটারদের কাছে ‘হ্যাঁ’ ভোটের আবেদন জানাচ্ছি,’ বলেন উপদেষ্টা।
 
অনুষ্ঠানটি জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল ওহাব, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

প্রতিনিধি/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর