ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শেষ হচ্ছে। এরপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
ইসি জানায়, আজ শেষ হবে আপিল শুনানি। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় অর্ধশত আপিল শুনানি হবে এবং অপেক্ষমাণ থাকা আপিলের বিষয়েও সিদ্ধান্ত হবে।
গত দিনে আট দিনে ৩৯৬ জন প্রার্থিতা ফিরে পেয়ে বৈধ প্রার্থীর তালিকায় যুক্ত হয়েছেন আর বাছাই বৈধ হওয়া চারজনের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় প্রার্থিতা বাতিল হয়। ২০ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহারের সময় রয়েছে। এরপর প্রতীক বরাদ্দসহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে সংস্থাটি।
৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিল ১৮৪২ জন (আপিলে বাদ চারজন)। গত শনিবার থেকে টানা আট দিনে আপিল করে ৩৯৩ জন প্রার্থিতা ফিরে পাওয়ায় এখন পযন্ত বৈধ প্রার্থী দাঁড়িয়েছে ২ হাজার ২৩৬ জন। অবশ্য পাবনা-১ ও পাবনা-২ নির্বাচনের আগে বৈধ হওয়া ১১ জন প্রার্থী এ তালিকা থেকে বাদ যাবে।
এবার ৬৪৫ জন আপিল করেছে। সবশেষ শনিবার ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি হয়েছে।
রোববার বাকিগুলোর শুনানি চলবে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টায়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি শেষে ২০ জানুয়ারি পযন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এরপর প্রার্থী চূড়ান্ত হবে। ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতীক পাবে। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
এমএইচএইচ/এফএ

