শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

Chief Adviser GOB

আসন্ন গণভোটের জন্য ‘হ্যাঁ’ ভোট চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফাই ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডল থেকে এই ফটোকার্ড পোস্ট করেন তিনি।


বিজ্ঞাপন


শেয়র করা ফটোকার্ডে বলা হয়, ‘গণভোট ২০২৬- দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’-তে সিল দিন।’

ফেসবুকে প্রধান উপদেষ্টার পোস্টটিতে প্রথম চার ঘণ্টায় ২২ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে।

 


বিজ্ঞাপন


প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে গত ১১ জানুয়ারি থেকে চলমান ফটোকার্ড শেয়ার অব্যাহত রয়েছে। আগামীকাল রোববার পর্যন্ত চলবে এই কার্যক্রম।

এদিকে, অন্য উপদেষ্টা ও সরকার সংশ্লিষ্টরাও দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে প্রচারণা চালাচ্ছেন। 

প্রেস উইং বলছে, ধারাবাহিক এই কার্যক্রমের লক্ষ্য গণভোটকে ঘিরে জনসচেতনতা বাড়ানো এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।

এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর