ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী, ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি ও কয়েদিরা ভোট দেবেন পোস্টাল ব্যালটে। এক্ষেত্রে প্রবাসীদের পোস্টাল ব্যালটে শুধু প্রতীক থাকলেও দেশের ভেতরের পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থী নাম যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)
শনিবার (১৭ জানুয়ারি) এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘প্রবাসীদের পোস্টাল ব্যালটে নয়, কেবল দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাদের ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নাম যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।’
গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাত করে পোস্টাল ব্যালটে কেবল প্রতীকের পরিবর্তে, প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও যুক্ত করার দাবী জানান। এক্ষেত্রে সাধারণ ব্যালট যেমন থাকে তেমন পোস্টাল ব্যালট পাঠানোর দাবী জানান।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৭ হাজার ৮৪টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ লাখ ৭ হাজার ৫০০টি ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে এবং এখন পর্যন্ত ১ লাখ ৪০ হাজার ৮৭৩ জন ভোটার ব্যালট হাতে পেয়ে কিউআর কোড স্ক্যান করেছেন। তবে ভুল ঠিকানার কারণে ৪ হাজার ৫২১টি ব্যালট ফেরত এসেছে, যার বেশিরভাগই মালয়েশিয়া থেকে।
এদিকে ইসির ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া জন্য নিবন্ধন করেছে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রবাসে ব্যালট পাঠিয়ে ফেরত আনতে ২০ দিনের মতো সময় লাগে। তাই প্রার্থিতা চুড়ান্ত হওয়ার আগেই বিভিন্ন দেশে কেবল প্রতীক সম্বলিত ব্যালট পাঠিয়েছে ইসি। আর দেশের ভেতরের ব্যালট ছাপানো হবে ২৩ জানুয়ারি থেকে। এক্ষেত্রে ২১ জানুয়ারি প্রার্থিতা চুড়ান্ত হয়ে যাবে। তাই দেশের ভেতরের ভোটারদের কাছে পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম যোগ করতে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
এমএইচএইচ/এএম

