রাজধানীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একটি প্রাইভেটকার ও একটি ট্রাক জব্দ করা হয়।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল ও ডিবি-গুলশান বিভাগের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে।
বিজ্ঞাপন
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পল্টনের বিএনপি পার্টি অফিসের বিপরীত পাশে একটি কার শো-রুমের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. বিল্লাল হোসেন (৪৫) ও মো. আল আমিন (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি এবং আল আমিনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ ঘটনায় পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
বিজ্ঞাপন
অপরদিকে, একই দিন রাতে ডিবি-গুলশান বিভাগের একটি দল যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে মো. সোনা মিয়া (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, সোনা মিয়াও একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এমআইকে/এমআই

