মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

আপিল শুনানির চতুর্থ দিনে এক ঘণ্টায় ১২ আপিল নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:০৮ এএম

শেয়ার করুন:

Ec
আপিল-শুনানির চতুর্থ দিনে এক ঘণ্টায় ১২ আপিল নিষ্পত্তি। ছবি: ঢাকা মেইল

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে প্রথম ১ ঘণ্টায় ১২ টি আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ আপিল নিষ্পত্তি করে ইসি।

ইসি জানায়, এখন পর্যন্ত ১২ টির শুনানি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে ৬টি মঞ্জুর, ৫ টি না-মঞ্জুর ১টি শুনানিতে অনুপস্থিত।


বিজ্ঞাপন


মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন অবৈধ হয়েছিলেন। এর মধ্যে আপিল করেছেন ৬৪৫ জন। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। এরপর প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি)।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) শুনানিতে মোট ৭১টি আপিল আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে ৪১টি আপিল মঞ্জুর হয়েছে। নামঞ্জুর হয়েছে ২৫টি আবেদন। একজন অনুপস্থিত ছিলেন। অপেক্ষমাণ আছে ৪টি আপিল।

এমএইচএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর