সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধনকারীদের তালিকা যাচাই করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ পিএম

শেয়ার করুন:

EC
নির্বাচন কমিশন। ফাইল ছবি

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধনকারী ভোটারদের তালিকা পূর্ণ ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নিবন্ধিত ভোটারদের তালিকা ও সম্পূর্ণ ভোটার তালিকার সফট কপি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।

যাচাই শেষে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে তালিকার সঠিকতা নিশ্চিত করতে প্রত্যয়নপত্র দেওয়ার নির্দেশও দিয়েছে কমিশন।


বিজ্ঞাপন


সোমবার (১২ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী সাক্ষরিত এক পরিপত্র থেকে এ তথ্য জানা গেছে।

পরিপত্রে বলা হয়েছে, বিদেশী অবস্থানরত বাংলাদেশী ভোটার, সরকারি কর্মকর্তা, ভোট গ্রহণ কর্মকর্তা এবং আইনের আওতাধীন ব্যক্তিরা এবার সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছেন।  ইন্টার কান্ট্রি পোস্টাল ভোটিং (icpv) এবং আউট অব কান্ট্রি ভোটিং (ocv) প্রকল্পের আওতায় এ উদ্যোগ নিয়েছে ইসি।

এতে আরও বলা হয়, ICPV & OCVজলছাপ চিহ্নিত ভোটার তালিকা এবং শুধুমাত্র নিবন্ধিত ICPV & OCV ভোটারদের মুদ্রিত ছবিসহ ভোটার তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে  পিডিএফ কপি ও মুদ্রিত ভোটার তালিকা শতভাগ যাচাই করে মুদ্রিত ভোটার তালিকা সঠিক আছে/ত্রুটিমুক্ত মর্মে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/ জেলা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসারগণ প্রত্যয়নপত্র প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, নিবন্ধিত ICPV & OCV ভোটারদের ছবিসহ ভোটার তালিকা দুই কপি প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর ছবিসহ ভোটার তালিকার মধ্যে ১ কপি পোস্টাল ব্যালট গণনাকেন্দ্রে ব্যবহারের জন্য রিটার্নিং অফিসারের নিকট সরবরাহ করতে হবে এবং ১ কপি ব্যাকআপ হিসেবে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সংরক্ষিত থাকবে।


বিজ্ঞাপন


তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করে নিষ্পত্তি করবে এসব আবেদন। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। সেদিনই এবার ভোটে কতজন লড়াইয়ে থাকছে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

এমএইচএইচ/এআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর