আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রথমবারে মতো আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (ইসি) আর এ পোস্টাল ব্যালটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রবাসী ভোটারদের নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসে ১৯ নভেম্বর থেকে নিবন্ধন চালু হয়। তফসিল ঘোষণার পর দেশে নিবন্ধন শুরু হয়। নিবন্ধনের সময় শেষ হয়েছে সোমবার মধ্যরাতে।
বিজ্ঞাপন
ইসির প্রকল্পের টিম লিডার জানান, প্রবাসে ও দেশে পোস্টাল ব্যালটে ভোট দিতে মোট নিবন্ধিত হয়েছে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। এরমধ্যে দেশের ভেতরে থেকেই নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন; বাকিরা প্রবাসী বাংলাদেশি হচ্ছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।
জানা যায়,‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পরই যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটাররা এবং পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে।
ডিজিটাল প্লাটফর্ম থেকে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট দেবেন পোস্টাল ব্যালটে। ভোটের গোপনীয় রক্ষা করা তাগিদ দিয়ে নির্বাচন কমিশন বলেছে, ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা ‘দণ্ডনীয় অপরাধ’, এর জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করা হতে পারে।
বিজ্ঞাপন
পোস্টাল ব্যালটে সাড়া কম নারীদের
পোস্টাল ভোটিংয়ে চূড়ান্ত নিবন্ধিতদের সংখ্যা ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। এরমধ্যে পুরুষ ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন; আর মহিলা ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন।
প্রবাস থেকে নিবন্ধন যত
১২৩টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন। এরমধ্যে সর্বোচ্চসংখ্যক সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন।
৩০০ আসনের মধ্যে নিবন্ধনে ফেনী-৩ আসনে সর্বোচ্চ ১৬ হাজার ৯০ জন পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত হন। প্রবাসে থেকে ৬৪ জেলার মধ্যে কুমিল্লা জেলার বাসিন্দা ১ লাখ ১২ হাজার ৯০ জন নিবন্ধিত হয়েছে।
আরও পড়ুন: পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিয়ম
দেশের ভেতরে সর্বোচ্চ নিবন্ধন
দেশের ভেতরে মোট নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৩৫ জন। এরমধ্যে সরকারি চাকরিজীবী ৫ লাখ ৭৫ হাজার ২শ’ জন। নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৬৯ হাজার ৬শ’ ৪২ জন। আনসার ভিডিপি ১০ হাজার ১০ জন। আর কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ৬ হাজার ২শ’ ৮৩ জন।
তফসিল অনুযায়ী, ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
এমএইচএইচ/এমআই

