রাজধানীর মিরপুর রোডে গণভবনের সম্মুখে বিতরণ লাইনের একটি ৪ ইঞ্চি ব্যাসের ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে গ্যাসের চাপ সীমিত করা হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শনিবার (১০ জানুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলী ও আশপাশের এলাকায় গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প পর্যায়ের গ্রাহকরা তীব্র ভোগান্তিতে পড়েছেন। অনেক এলাকায় চুলায় গ্যাস না থাকায় রান্না কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিতাস গ্যাস সূত্র জানায়, লিকেজ শনাক্ত হওয়ার পরই জরুরি ভিত্তিতে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট বিতরণ লাইনের কয়েকটি ভালভ বন্ধ করে দেওয়া হয় এবং গ্যাসের চাপ কমিয়ে আনা হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত ভালভটি পরিবর্তনের কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, মেরামত কাজ শেষ হলে ধাপে ধাপে স্বাভাবিক গ্যাস সরবরাহ চালু করা হবে। তবে কাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ বা সরবরাহ বিঘ্ন অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞাপন
এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে গ্যাসের নিরাপত্তা সংক্রান্ত বিধি মেনে চলার অনুরোধও জানানো হয়েছে।
এমআর/এএস

