শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

পাইপলাইন মেরামতের পরও ঢাকায় গ্যাসে স্বল্পচাপ, সমাধানের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম

শেয়ার করুন:

dhaka
পাইপলাইন মেরামতের পরও ঢাকায় গ্যাস স্বল্পচাপ। ছবি: ঢাকা মেইল

ঢাকার আমিনবাজারে তুরাগ নদীর তলদেশে থাকা বিতরণ গ্যাস পাইপলাইন মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সমস্যার ছায়া মুছে যায়নি। মেরামত করা হলেও মেরামতের সময় পাইপে পানি প্রবেশ এবং ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম থাকায় মহানগরীতে গ্যাসের স্বল্পচাপ মারাত্মকভাবে অনুভূত হচ্ছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, স্বল্পচাপের সমস্যা সমাধানে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দ্রুতই স্বাভাবিক চাপ পুনঃস্থাপন করার জন্য কাজ চলছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


বিজ্ঞাপন


শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আরও পড়ুন

রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, জানা গেল কারণ

এ বিষয়ে তারা আরও জানিয়েছেন, পাইপলাইন মেরামতের পর নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে একই ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।

তিতাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘আমরা আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দকে যথাসময়ে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রতিনিয়ত সচেষ্ট। সাময়িক সমস্যা দ্রুত সমাধানের জন্য সকল রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


বিজ্ঞাপন


এমআর/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর