শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

৩ দফা দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 
ঢাবি ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে করেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। ছবি: সংগৃহীত

নিপীড়িত ও জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের দায়মুক্তিসহ সরকারের কাছে তিন দফা দাবির মাধ্যমে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

বুধবার (৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এই দাবি ও কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।


বিজ্ঞাপন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন দফা দাবি হলো— প্রথম দাবিতে বলা হয়েছে, আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া মাহাদী ও সুরভীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ওমরফারুকসহ হেনস্তাকারী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন পূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দ্বিতীয় দাবিতে দাবি করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-শ্রমিক-জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সকল কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি প্রদান করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে।

তৃতীয় দফায় দাবি করা হয়েছে, জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ ও বিমানবাহিনীসহ সামরিক, আধা সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে। তাদের সম্মাননা, স্বীকৃতি ও আইনী সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে। এছাড়া ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের কারণে পদোন্নতি বঞ্চিত অফিসারদের দ্রুত পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদে পদায়ন করতে হবে।


বিজ্ঞাপন


অধ্যাদেশ ও স্বীকৃতিসহ দাবিগুলো বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করার হুমকিও দেওয়া হয়েছে।

picture

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ৩ কর্মসূচি ঘোষণা করা হয়। 

১. জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সারা দেশে যে যে থানার অধীনে ছাত্র–জনতা শহীদ হয়েছেন, সেই সকল থানার ওসি এবং সংশ্লিষ্ট জেলাগুলোর এসপি থেকে শুরু করে তদূর্ধ্ব কমান্ডিং অফিসারদের তালিকা প্রণয়ন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই তালিকাটি আইসিটি ট্রাইব্যুনালে দাখিল করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

২. ইনডেমনিটি অর্ডিন্যান্স রাষ্ট্রপতির মাধ্যমে জারি নিশ্চিত করতে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

৩. নির্বাচনকালীন বৃহত্তম দুটি জোটের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের নির্বাচনী ইশতেহারে জুলাইয়ের বৈপ্লবিক চেতনাকে সমুন্নত রাখা এবং জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করার লক্ষ্যে আমাদের কর্মসূচি চলমান থাকবে।

এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর