শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

আমিনবাজারে গ্যাস লাইনের লিকেজ মেরামত, ঢাকায় সরবরাহ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

গ্যাসের দাম যখন আকাশচুম্বী: সাশ্রয়ী চুলা হতে পারে আপনার সেরা সমাধান
গ্যাসের দাম যখন আকাশচুম্বী: সাশ্রয়ী চুলাই হতে পারে আপনার সেরা সমাধান

ফায়ার সার্ভিস, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএর সমন্বিত সহযোগিতায় সাভারের আমিনবাজার ডিআরএস থেকে উৎসারিত বুড়িগঙ্গা নদীর অভ্যন্তরে ঢাকামুখী গ্যাস লাইনের লিকেজ মেরামত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) তিতাস গ্যাস কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। 

তিতাস সূত্র জানায়, ১২ ইঞ্চি ব্যাস ও ৫০ পিএসআইজি চাপের গ্যাস লাইনের নির্দিষ্ট লিকেজস্থলে লিক রিপেয়ার ক্ল্যাম্প স্থাপন করা হয়। মেরামত শেষে বর্তমানে উক্ত লাইন থেকে ঢাকার গ্যাস নেটওয়ার্কে ২৫ পিএসআইজি চাপে স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


কর্তৃপক্ষ জানায়, মেরামত কার্যক্রম শেষে বাহ্যিকভাবে কোনো ধরনের গ্যাস লিকেজ দেখা যাচ্ছে না। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমআর/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর