সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

পোস্টাল ভোটের ছবি শেয়ারে এনআইডি ব্লক ও মামলার হুঁশিয়ারি ইসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:২১ পিএম

শেয়ার করুন:

পোস্টাল ভোটের ছবি শেয়ারে এনআইডি ব্লক ও মামলার হুশিয়ারি ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা ভিডিও শেয়ার করলেই সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভোটারদের এমন হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন।

এতে বলা হয়েছে, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটের যেকোনো ধরনের পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।


বিজ্ঞাপন


ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৯ নভেম্বর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে যা চলবে আগামীকাল সোমবার ৫ জানুয়ারি পর্যন্ত। এক্ষেত্রে  আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত প্রবাসী, কয়েদি ও ভোটের সরকারি চাকরিজীবিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আগামী ২২ জানুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে। কয়েক ধাপে এ কর্মকর্তাদের কাছে ব্যালট পৌঁছাবে। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিবন্ধন করেছেন ১৩ লাখ ১৭ হাজার ৯১৩ জন এর মধ্যে রয়েছে প্রবাসী, ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা।


এমএইচএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর