ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে ইনকিলাব মঞ্চ ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে যোগ দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
রোববার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শাহবাগ মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়। শেষে হবে ঢাকার উত্তরা বিএনএস সেন্টারে গিয়ে।
বিজ্ঞাপন
এ সময় তারা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নেব আমরা ‘, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শাহবাগ থেকে শুরু করে ধানমন্ডি-জিগাতলা, শংকর বাসস্ট্যান্ড- মোহাম্মদপুর-বাসস্ট্যান্ড (আল্লাহ করিম মসজিদ)-পল্লবী- মিরপুর-১০ গোল চত্বর- উত্তরা বিএনএস সেন্টার পর্যন্ত যাবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগরে নির্বাচনি প্রচারণার সময় পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ওসমান এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়; সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
পরে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাদির লাশ দেশে আনা হয়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত হন লাখ লাখ ছাত্রজনতা। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ও জাতীয় কবি কাজী জনজরুল ইসলামের কবরের পাশে শহীদ শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়।
এখনও প্রধান আসামি ফয়সাল করিমকে গ্রেফতার করতে সক্ষম হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে প্রধান আসামিকে গ্রেফতার ও বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।
এসএইচ/এআর

