সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

আইপিএল সম্প্রচারের বিষয়ে পদক্ষেপের কথা ভাবছে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

আইনগত ভিত্তি যাচাই করে আইপিএল সম্প্রচারের বিষয়ে পদক্ষেপ: তথ্য উপদেষ্টা

আইনগত ভিত্তি যাচাই-বাছাই করে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচারের বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


তথ্য উপদেষ্টা বলেন, ‘এখন চুপ করে বসে থাকার উপায় নেই। একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।’

২০১৬ সাল থেকেই আইপিএলের নিয়মিত মুখ বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। খেলেছেন একাধিক ফ্র্যাঞ্চাইজিতে। পাঁচটি দলের হয়ে আইপিএলের আট মৌসুম মাঠে নেমেছেন তিনি।

আইপিএলের এবারের আসরে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড দামে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ৯.২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

তবে মোস্তাফিজকে কলকাতা দলে ভেড়ানোর পর থেকেই উগ্র হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন তাকে বাদ দিতে আন্দোলন শুরু করে। চাপের মুখে পড়ে মোস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় দেশটির ক্রিকেট বোর্ড। পরে দল থেকে মোস্তাফিজকে সরিয়ে দেয় কলকাতা।

এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেট ভক্তরা। বিষয়টি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুলও। তিনি বাংলাদেশে আইপিএলের খেলা সম্প্রচার বন্ধের পদক্ষেপ নিতে তথ্য উপদেষ্টাকে অনুরোধ জানান। এছাড়া বাংলাদেশের বিশ্বকাপের খেলাগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করার অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশনাও দেন।

রোববার বিএসআরএফ সংলাপে মোস্তাফিজুর রহমানকে আইপিলে দল থেকে বাদ দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ‘খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। কোন যুক্তিতে ক্রিকেটার মোস্তাফিজকে নিষেধ করা হয়েছে আইনগত ভিত্তি যাচাই-বাছাই করে আইপিএল সম্প্রচারের বিষয়ে পদক্ষেপ নেবে সরকার।

‘বিষয়টি হচ্ছে খেলাকে যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো। কিন্তু আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। অন্যান্য সময়ে আমরা কী বলি, দুটি দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, যেকোনো দেশ, আমি বাংলাদেশ-ভারত, ভারত-নেপাল, ভারত-মালদ্বীপ, এটা বলছি না। বলছি দুটি দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা-এগুলোর মাধ্যমে এটা (টেনশন) কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটি করা হয়েছে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদেরকেও সে রকম জায়গায় একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি ও প্রক্রিয়া যাচাই বাচাই করছি। এটি করার পরে একটা পদক্ষেপ গ্রহণ করব।

‘এখানে একটি সিচুয়েশন আমার জন্য তৈরি করা হয়েছে। আমাকে এ ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। আমারতো চুপ করে বসে থাকার উপায় নেই। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ি কোনো যুক্তিতে মানা করলে তো কোনো ব্যাপার ছিল না। যে চুক্তিতে মানা করা হচ্ছে, সে যুক্তিটা তো আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। ফলে সেখানে আমাদের একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনের পরিবেশ নেই এমন অভিযোগ কোনো রাজনৈতিক দল করছে না। এখন পর্যন্ত পরিবেশ গ্রহণযোগ্য আছে।

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না।’

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর