সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘মুস্তাফিজের ইস্যুর পর ভারতে আমাদের বিশ্বকাপ খেলা ঝুঁকিপূর্ণ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

‘মুস্তাফিজের ইস্যুর পর ভারতে আমাদের বিশ্বকাপ খেলা ঝুঁকিপূর্ণ’

ক্রিকেট মাঠে যখন বল গড়ায়, তখন সাধারণত খেলার উত্তেজনাই প্রাধান্য পায়। কিন্তু সম্প্রতি ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতির ছায়া পড়েছে ক্রিকেটের উপরও। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে নিলামে ৯.২০ কোটি রুপিতে কিনেছিল, কিন্তু এখন তাকে ছেড়ে দিতে হবে।

আরও পড়ুন- বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে দল থেকে বাদ দিল কলকাতা

বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।’ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার খবর ভারতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর ফলে কেকেআরের মালিক শাহরুখ খানকেও হুমকি দেওয়া হয়েছে, এবং কিছু গোষ্ঠী স্টেডিয়ামে ভাঙচুরের হুমকি দিয়েছে। বিসিসিআই এই পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নিয়েছে। কেকেআরকে রিপ্লেসমেন্ট খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।

আরও পড়ুন- মুস্তাফিজের পাশে শশী থারুর— ‘এটা অন্যায়, কেউ আর আইপিএল খেলতে আসবে না’

এই ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেন, ‘মোস্তাফিজের এই বাদ পড়া খুবই দুঃখের। বিসিবির উচিত বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা।’

আরও পড়ুন-মুস্তাফিজের মতো আরও এক ক্রিকেটারকে খেলতে দেয়নি ভারত

আমিনুলের আরও উদ্বেগ সামনে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই ভারতে। দলকে ভারতে কমপক্ষে এক মাস থাকতে হবে, প্রস্তুতি ম্যাচসহ। আমিনুল বলেন, ‘মুস্তাফিজের মতো ঘটনার পর বিশ্বকাপে গিয়ে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তাই বিসিবিকে এখনই বিসিসিআইয়ের সঙ্গে কথা বলে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। দুই দেশের কট্টরপন্থী গোষ্ঠীগুলো এই সম্পর্ক আরও জটিল করে তুলেছে। ক্রিকেট, যা দুই দেশের মানুষকে কাছাকাছি আনে, সেখানেও এর প্রভাব পড়ছে। মুস্তাফিজের এই ঘটনা তারই একটি উদাহরণ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর