অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সময়ে উদ্ধার করা হয় ৬টি আগ্নেয়াস্ত্র।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, অভিযানে পুলিশি কার্যক্রমের অংশ হিসাবে ৩৬ হাজার ৭২১টি মোটরসাইকেল ও ৪৮ হাজার ৩৮৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ২৭১টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।
জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে গত বছরের ডিসেম্বরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ পরিচালনা করার ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তার ঘোষণার পর সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযানে প্রতিদিনই বিভিন্ন অপরাধে যুক্তদের গ্রেফতার করেন তারা। উদ্ধার করেন অপরাধীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র। একই সঙ্গে বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় অবৈধ মোটরসাইকেল ও গাড়িও আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজ্ঞাপন
দেশের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে সরকার ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযান চলমান থাকবে।
এমআই

