তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
আনসার ভিডিপির মিডিয়া বিভাগ জানিয়েছে, আনসার-ভিডিপি সদর দপ্তর, আভি একাডেমি, রেঞ্জ কার্যালয়, জোন, জেলা ও আনসার ব্যাটালিয়ন ইউনিট পর্যায়ে কেন্দ্রীয় মসজিদগুলোতে পবিত্র জুম্মার নামাজের পর বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস নসিব ও পরকালীন মুক্তি প্রার্থনা করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক
একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য, শক্তি ও মনোবল দানের জন্য দোয়া করা হয়।
বরেণ্য এই রাজনৈতিক নেত্রীর ইন্তেকালে দেশ গভীর শোকাহত। তার প্রতি সম্মান ও শোক প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
এমআইকে/এমআই

