শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। (ফাইল ছবি কোলাজ)  

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানান। 


বিজ্ঞাপন


আমির তাঁর শোকবার্তায় প্রয়াত নেত্রীর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানান।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। গত বছর জরুরি চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। কাতারের আমিরের উদ্যোগে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে ঢাকা থেকে লন্ডনে স্থানান্তর করা হয়েছিল। 

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর