বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘বেগম জিয়া শুধু দলের নয়, পুরো জাতির জন্য অনুপ্রেরণা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

শেয়ার করুন:

khaleda
বেগম খালেদা জিয়ার জানাজায় সুদূর সিলেট থেকে আসা বিএনপি কর্মী আসগর আলী। ছবি: ঢাকা মেইল

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের জন্য জিয়া উদ্যান এলাকায় জমতে থাকে নীরব মানুষের সারি। কারও হাতে দলীয় পতাকা নেই, নেই কোনো স্লোগান। আছে শুধু দোয়ার হাত আর চোখভরা শোক। ব্যারিকেডের ওপারে প্রিয় নেত্রীর সমাধি—কাছে যাওয়া না গেলেও ভালোবাসার দূরত্ব কমেনি একটুও। এমন আবহেই সুদূর সিলেট থেকে আসা আসগর আলী নামের এক কর্মী জানালেন, জানাজার সেই জনসমুদ্রই প্রমাণ করে দেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নন, তিনি ছিলেন পুরো জাতির।

তিনি জানান, গতকাল সিলেট থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। বেগম খালেদা জিয়া ছিলেন এই দেশের মানুষের জন্য একজন ঐতিহাসিক ও আপসহীন নেত্রী। জানাজার দৃশ্যই তার সবচেয়ে বড় প্রমাণ। ধারণা ছিল, হয়তো লক্ষাধিক মানুষের সমাগম হবে। কিন্তু বাস্তবতা সেই ধারণাকে ছাড়িয়ে গেছে। দেশের মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অনুসারীদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে জানাজায়। প্রায় কোটি মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে তার প্রতি মানুষের গভীর আবেগ ও শ্রদ্ধা।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কবর জিয়ারতের জন্য সমাধিস্থলে এসে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড থাকায় ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। দায়িত্ব পালনে নিয়োজিত বাহিনীর সিদ্ধান্তকে সম্মান জানানো হচ্ছে। প্রবেশ করতে না পারলেও দোয়া থেমে থাকেনি। বাইরে দাঁড়িয়েই প্রিয় নেত্রীর জন্য মোনাজাতে আমরা দোয়া করছি এবং সকলের কাছে দোয়া কামনা করছি।’

তিনি জানান, এখানে শুধু দলীয় নেতাকর্মী নয়—ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ, এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের নারী-পুরুষও উপস্থিত হয়েছেন। প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করছেন। এই দৃশ্য প্রমাণ করে, তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন সমগ্র জাতির নেত্রী।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘একমাত্র প্রত্যাশা আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশের জনগণের নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। তাঁর নেতৃত্ব, ত্যাগ আর সংগ্রাম দেশের মানুষ আজও শ্রদ্ধাভরে স্মরণ করছে।’ 

এএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর