রাজধানীর পশ্চিম কাফরুল এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ এক যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোর রাতে দারুসসালাম সেনা ক্যাম্পের একটি অভিযানিক দল শের-ই-বাংলা নগর থানার পশ্চিম কাফরুল এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. মাহফুজ শিকদার (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ১২ গেজ একনলা শটগান, ৭.৬৫ এমএম পিস্তলের ২৭ রাউন্ড গুলি, শটগানের ১৫৭ রাউন্ড গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, চারটি দেশীয় অস্ত্র এবং ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ সেনা ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
একেএস/এমআই

