বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

শেয়ার করুন:

accident
দুর্ঘটনায় কবলিত সিএনজি-মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

‎রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে সাড়ে ৫টায় মৌচাক ফ্লাইওভারের এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- অটোরিকশা চালক মো. নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)।

‎বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৌচাক ফ্লাইওভারের উপরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। আমরা বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি। এছাড়াও, দু’জনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

একেএস/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর