বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

খিলগাঁও ফ্লাইওভারে কাভারভ্যানের চাপায় প্রাণ হারালেন পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ০২:০৩ এএম

শেয়ার করুন:

খিলগাঁও ফ্লাইওভারে কাভারভ্যানের চাপায় প্রাণ হারালেন পুলিশ সদস্য
খিলগাঁও ফ্লাইওভারে কাভারভ্যানের চাপায় প্রাণ হারালেন পুলিশ সদস্য। ছবি: সংগৃহীত

ঢাকার খিলগাঁও ফ্লাইওভারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রুবেল (৪০) নামে পুলিশের এক নায়েক নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী কাভারভ্যান তাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রুবেল পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। রাত পৌনে ১২টার দিকে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের ডিউটি শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় একটি বেপরোয়া কাভারভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: আগুনের রোশনাইয়ে আর্তনাদ: আতশবাজির শব্দে দিশেহারা নগরীর ঘুমন্ত পাখি

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক কাভারভ্যানটিকে জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার পর কাভারভ্যান চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক চালককে শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।

নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর