বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদি হত্যায় মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

শেয়ার করুন:

হাদি হত্যায় মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
হাদি হত্যায় মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেফতার। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমন রহমান শিকদারকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি আদাবর থানা যুবলীগ কর্মী। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও  প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়।

হিমনের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগাড়া ‍উপজেলার ইতনা গ্রামে। তার বাবার নাম হামিমুর রহমান শিকদার। তারা আদাবরের ১৭/বি নম্বরে রোডের ১০৩৪ বাসায় থাকতেন।


বিজ্ঞাপন


বুধবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা।

তিনি জানান, হাদি হত্যায় জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমন। বুধবার বিকেলে তাকে আদাবরের একটি আবাসিক হোটেল আল রাজ্জাক ইন থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেখানো তথ্যমতে বিকেল সাড়ে তিনটার দিকে একটি বাসা থেকে পিস্তল ও বিস্ফোরক উদ্ধার হয়।

আরও পড়ুন

হাদির হত্যাকারীর ঘনিষ্ঠ সহযোগী কবির আরও ৫ দিনের রিমান্ডে

দ্রুতবিচার ট্রাইব্যুনালে হবে হাদি হত্যার বিচার, ৯০ দিনের মধ্যে রায়

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারের সময় হাদির মাথায় গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাতে পৌনে ১০টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বিজ্ঞাপন


এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়। মামলার পর প্রধান আসামি শুটার ফয়সালের বাবা মাকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত ফয়সালসহ তার সহযাগীকে এখনো ধরতে পারেনি পুলিশ। তারা ভারতে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

এমআইকে/জেবি

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর