সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দোষীদের বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: এ কে আজাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

দোষীদের বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: এ কে আজাদ
বক্তব্য দিচ্ছেন এ কে আজাদ। ছবি: সংগৃহীত

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ কে আজাদ। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই সংগ্রাম থামবে না।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা মিলনায়তনে 'মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’: যৌথ প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে যৌথ প্রতিবাদ সভার আয়োজন করেছে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব ও সম্পাদক পরিষদ।

এ কে আজাদ বলেন, যখন প্রথম আলোতে আগুন দেওয়া হয়, তখনই তিনি বুঝে গিয়েছিলেন পরবর্তী হামলার লক্ষ্য হবে ডেইলি স্টার। সে আশঙ্কা থেকেই তিনি সরকারের বিভিন্ন সংস্থা ও দায়িত্বশীল ব্যক্তিদের কাছে বারবার অনুরোধ জানান, যেন ডেইলি স্টারের সামনে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু কোনো সাড়া মেলেনি। সাহায্য যখন এসেছে, তখন সব শেষ হয়ে গেছে।

তিনি অভিযোগ করে বলেন, হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকলেও তারা কার্যকর কোনো ভূমিকা নেয়নি। আইনশৃঙ্খলা বাহিনী সামনে থাকা অবস্থায় কম্পিউটার, চেয়ারসহ বিভিন্ন সরঞ্জাম মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ কেউ কোনো প্রতিবাদ করেনি। এই নীরবতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

ডেইলি স্টার ভবনের ভেতরে আটকে পড়া সাংবাদিকদের প্রসঙ্গ তুলে ধরে নোয়াব সভাপতি বলেন, তিনি যখন মাহফুজ আনামকে জিজ্ঞেস করেন, তখন জানতে পারেন ২৮ থেকে ২৯ জন সাংবাদিক ভেতরে আটকে পড়েছিলেন। মাত্র ১৫ মিনিট আগুন আরও জ্বললে ধোঁয়ার কারণে অক্সিজেনের অভাবে অনেক সাংবাদিকের প্রাণহানি ঘটতে পারত। বিষয়টি কল্পনা করলেই গা শিউরে ওঠে।


বিজ্ঞাপন


আবেগাপ্লুত কণ্ঠে এ কে আজাদ বলেন, সাংবাদিকদের এভাবে মারা যেতে দেওয়া যায় না এবং ভয় দেখিয়ে সংবাদমাধ্যমের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। এই আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করার চেষ্টা।

আগামী দিনের কর্মসূচির কথাও জানান নোয়াব সভাপতি। তিনি বলেন, জানুয়ারির মাঝামাঝি সময়ে সারা দেশের সাংবাদিকদের নিয়ে একটি মহাসম্মেলন আয়োজন করা হবে। সেই মহাসম্মেলন থেকেই পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। যারা প্রথম আলোতে আগুন দিয়েছে, যারা ডেইলি স্টারে আগুন দিয়েছে এবং অতীতেও আগুন দিয়ে মানুষ হত্যা করেছে—তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজের এই সংগ্রাম চলবে। মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না বলেও তিনি ঘোষণা দেন।

এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর