শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদিকে শেষ বিদায় জানাতে শাহবাগে অপেক্ষায় ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

হাদিকে শেষ বিদায় জানাতে শাহবাগে অপেক্ষায় ছাত্র-জনতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদিকে শেষ বিদায় দিতে শাহবাগে অপেক্ষা করছেন হাজারো ছাত্র-জনতা।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার পর শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল সমাধি চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হবে এই জুলাইযোদ্ধাকে।


বিজ্ঞাপন


দুপুরে সরেজমিনে দেখা যায়, শাহবাগের একপাশের রাস্তা বন্ধ রাখা হয়েছে। অন্যপাশে ছাত্র-জনতাসহ স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা মেনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন ওসমান হাদির জন্য। শেষবারের জন্য তাকে দেখা কিংবা ছোঁয়ার জন্য। 

আবদুল কালাম নামে একজন বলেন, ‘হাদি ভাই আমাকে চেনেনা। তবে তার সঙ্গে আমি একবার হাত মিলিয়েছিলাম। এটা আমার সৌভাগ্য।’

শরীফ হাসান বলেন, ‘আমরা শহীদ ওসমান শরিফ হাদির জন্য অপেক্ষা করছি। শৃঙ্খলা বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক এখানে রয়েছে। শেষবার তাকে দেখতে পাব এ আশায় এখানে এসেছি।’ 

ওসমান হাদির দাফন ঘিরে শাহবাগের দুই পাশে পুলিশ অবস্থান করছে। যাতে ওসমান হাদির মরদেহের আসার আগে বা পরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।


বিজ্ঞাপন


একজন পুলিশ সদস্য বলেন, ওসমান হাদির দাফনকে ঘিরে কেউ যাতে অন্যায় সুযোগ নিতে না পারে সেজন্য আমরা প্রস্তুতি। আমরা চাই আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বজায় থাকে।

১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে তারা পালিয়ে যায়।

‎‎গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর আরও উন্নত চিকিৎসার সিঙ্গাপুরের জেনারেল হাসাপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এমএইচএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর