শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

Asad
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে সা‌র্বিক বিষয় নিয়ে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বৃহস্প‌তিবার (১৮ ডি‌সেম্বর) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অ‌তি‌থি ভবন পদ্মায় এই ব্রিফ হওয়ার কথা র‌য়ে‌ছে।


বিজ্ঞাপন


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশের সা‌র্বিক প‌রি‌স্থি‌তি নিয়ে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব। সেখানে আসন্ন জাতীয় নির্বাচন‌সহ বাংলাদেশের সা‌র্বিক প‌রি‌স্থি‌তি তুলে ধরা হ‌তে পা‌রে।

ঢকার এক‌টি কূটনৈ‌তিক সূত্র বলছে, ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তু‌তি ও রোডম্যাপ, নির্বাচন কমিশনের ভূমিকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের অবহিত করবেন। 

ব্রিফিংয়ে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরিতে অঙ্গীকারের ওপর সরকার যে গুরত্ব দিচ্ছে, সে‌টি তুলে ধরা হতে পা‌রে।
এর মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান টানাপোড়ন সবচেয়ে বেশি।


বিজ্ঞাপন


গতাকাল ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

এদিকে, একই দিন এর প্রায় দুই ঘণ্টা আগে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল।   

এমআর/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর