বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে দুপুরে তাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এর দুই দিনের মাথায় পাল্টা হিসেবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির নেতা ও ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে ঘিরেই এই তলব। ভারতকে সতর্ক করে তিনি বলেন, বাংলাদেশ প্রয়োজনে বিচ্ছিন্নতাবাদী ও ভারতবিরোধী শক্তিকে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার পরিস্থিতিও তৈরি হতে পারে।

এর মধ্যে চলতি সপ্তাহের শুরুতে বিক্ষোভ চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনাও দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে।

পর্যবেক্ষকদের মতে, ২০২৬ সালের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ ধরনের উত্তেজনাপূর্ণ বক্তব্য ও ঘটনা দু’দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।


বিজ্ঞাপন


এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর