বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদির সবশেষ অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

Hadi
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তবে অস্ত্রোপচারের জন্য তাকে সম্পূর্ণভাবে শারীরিকভাবে স্থিতিশীল করা প্রয়োজন।


বিজ্ঞাপন


পোস্টে উল্লেখ করা হয়, প্রয়োজনীয় অস্ত্রোপচার সিঙ্গাপুর অথবা ইংল্যান্ডে করা হতে পারে। ব্রেনকে সক্রিয় করার জন্য অপারেশন অপরিহার্য বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও জানানো হয়, বর্তমানে শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপনই চিকিৎসার মূল লক্ষ্য। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে।

সবশেষে ইনকিলাব মঞ্চ জানায়, শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য তার পরিবার সবার কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে।


বিজ্ঞাপন


এমআর/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর