বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের বাবা-মা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ এএম

শেয়ার করুন:

হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমের বাবা হুমায়ূন কবির (৭০) ও মা হাসি বেগম (৬০) কে র‌্যাব গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এর আগে ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক ও হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হাদির শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের সংসদ পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি পল্টনে মোটরসাইকেলবাহী আততায়ীর গুলিতে মাথায় গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হত্যাচেষ্টার মামলাটি পরিবারের সম্মতিতে রোববার রাতে পল্টন থানায় দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর