সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদির অবস্থা স্থিতিশীল, এয়ারলিফট করা সন্তোষজনক ছিল: ডা. সায়েদুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

Hadi
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। ছবি: ঢাকা মেইল

গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি জানান, চিকিৎসকদের সম্মিলিত মতামতের ভিত্তিতে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফট করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা জানাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। 


বিজ্ঞাপন


ডা. সায়েদুর রহমান বলেন, ‘শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে ধারাবাহিকভাবে তার চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসার ফলে তার শারীরিক অবস্থা যখন এয়ারলিফট করার জন্য সন্তোষজনক পর্যায়ে আসে, তখনই সরকারের পক্ষ থেকে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়।’

তিনি জানান, বেলা ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছায় এবং প্রয়োজনীয় প্রস্তুতি শেষে হাদিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল-উভয় পক্ষ যখন নিশ্চিত হন যে তিনি চার ঘণ্টার ফ্লাইট সহ্য করতে পারবেন, তখনই তাকে স্থানান্তর করা হয়েছে।

হাদির শারীরিক অবস্থা সম্পর্কে ডা. সায়েদুর রহমান বলেন, ‘ওনার (হাদির) আঘাত সম্পর্কে আপনারা ইতোমধ্যে জেনেছেন। মস্তিষ্কে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি ছাড়া কিডনি, হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাস—এই তিনটি অঙ্গ আল্লাহর রহমতে এখন পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় রয়েছে। অক্সিজেনের সহায়তায় এসব অঙ্গের কার্যক্রম মোটামুটিভাবে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে।’


বিজ্ঞাপন


তিনি আরও জানান, হাদির সঙ্গে তার ভাই ও ভাইয়ের এক বন্ধু সিঙ্গাপুরে গেছেন। এ বিষয়ে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনকে সম্পূর্ণভাবে অবগত রাখা হয়েছে এবং তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

ডা. সায়েদুর রহমান বলেন, এই অঞ্চলজুড়ে নিউরো সার্জারির ক্ষেত্রে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল সবচেয়ে ভালো সেন্টারগুলোর একটি। আমরা আশাবাদী, সেখানে হাদি সর্বোচ্চ মানের চিকিৎসা পাবেন। এখন আপনারা সবাই দোয়া করবেন, এটাই আমাদের প্রত্যাশা।

এএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর