স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেড করে দিয়েছে জাতীয় ছাত্র শক্তি।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় এ কর্মসূচি শুরু করেন তারা। এর ফলে শাহবাগ ও আশপাশের এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে সতর্কাবস্থায় রয়েছে পুলিশের সদস্যরা।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত শাহবাগ মোড় ব্লকেড কর্মসূচি পালন করা হবে।
বিজ্ঞাপন

কর্মসূচিতে আসা চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির ওপর প্রকাশ্যে গুলি করে তাকে হত্যাচেষ্টা করা হয়েছে। ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও আইনশৃঙ্খলা বাহিনী সেই সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি।’
তিনি বলেন, ‘এর আগেও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা সময় বেঁধে দিয়েছিলাম। তিনি কোনো পদক্ষেপ নিতে পারেননি। আমরা তার পদত্যাগ চাই। যতক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে।’
জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদারের নেতৃত্বে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সতর্ক করেছিলা। তিনি আওয়ামী সন্ত্রাসীদের পুর্নবাসনে নেমেছেন। আওয়ামী সন্ত্রাসীরা এখন জুলাই যোদ্ধাদের টার্গেট করেছে। জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করেছে। এ ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও স্বরাষ্ট্র উপদেষ্টা কাউকে গ্রেফতার করতে পারেননি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো কাজে লাগাতে পারেনি।’
বিজ্ঞাপন
আবু বকর বলেন, ‘এমন স্বরাষ্ট্র উপদেষ্টা থাকার চেয়ে না থাকা আরও ভালো। তাকে আজকের মধ্যে পদত্যাগ করতে হবে।’

শাহবাগ ব্লকেড কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ জাতীয় ছাত্র শক্তির সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। সবার একটাই দাবি, আজকের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
এদিকে ওসমান হাদিকে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ডাকসু নেতাদের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে। তারা বর্তমানে ডাকসু ভবন থেকে মিছিল নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছেন।
একেএস/এএইচ

