সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আলু-পেঁয়াজ নিয়ে শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

sahbag
আলু-পেঁয়াজ নিয়ে শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। ছবি: ঢাকা মেইল

‎আলু, পেঁয়াজ, ফুলকপি, বেগুন ও শালগমসহ বিভিন্ন সবজি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড করে দিয়েছে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় শাহবাগ ব্লকেড করে দেয়।

‎এ সময় শিক্ষার্থীরা ‘দেশ জ্বলে, বিপ্লবী মরে- স্বরাষ্ট্রের চিন্তা আলু-পেঁয়াজে’ এমন নানা স্লোগান দিতে থাকে। এছাড়াও, আজকের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে শাহবাগ ব্লকেড ছাড়বে না বলে জানানো হয়।


বিজ্ঞাপন


Sahbag_alu
‎‎স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচির নেতৃত্ব দেন জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার। 

তিনি বলেন, ‘দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। অথচ এসব বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো খেয়াল নেই। সে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে আলু, পেঁয়াজ, সবজি নিয়ে গবেষণা করতে। সে রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে কোনো কর্ণপাত নেই। তার মতো এমন গর্দভ উপদেষ্টা থাকার চেয়ে না থাকাই ভালো। যতক্ষণ পর্যন্ত সে পদত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত শাহবাগ ব্লকেড করে রাখা হবে।’

‎এদিকে, শাহবাগ ব্লকেড কর্মসূচিতে চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অংশগ্রহণ করেন। তিনি বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এখন জুলাই যোদ্ধাদের টার্গেট করে হত্যার ছক আঁকা হয়েছে। এসব বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো ভ্রূক্ষেপ নেই। সে তরকারিতে আলু দিয়েছি কিনা, কতটুকু লবণ হয়েছে, পেঁয়াজের দাম বেড়েছে এসব বিষয় নিয়ে পড়ে আছে। তার মতো দায়িত্বশীল জায়গায় থেকে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর না হয়। তাহলে হাদী ভাইয়ের মতো অনেকের জীবন শঙ্কার মধ্যে রয়েছে। এমন আলু-পেঁয়াজ উপদেষ্টা দিয়ে আমরা কী করবো। তাকে আজকের মধ্যে পদত্যাগ করতে হবে। না হয় আমাদের ব্লকেড কর্মসূচি আরও কঠোর হবে।

‎‎তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির ওপর প্রকাশ্যে গুলি করে তাকে হত্যাচেষ্টা করা হয়েছে। কিন্তু এমন ঘটনার ৪৮ ঘণ্টা পাড় হয়ে গেলে আইনশৃঙ্খলা বাহিনী সেই সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি। এর আগেও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। এ স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা সময় বেঁধে দিয়েছিলাম। সে কোনো পদক্ষেপ নিতে পারেনি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এর পদত্যাগ চাই। যতক্ষণ পর্যন্ত সে পদত্যাগ না করবে। ততক্ষণ পর্যন্ত এ ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

‎শাহবাগ ব্লকেড কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাতীয় ছাত্র শক্তির সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। সবার একটাই দাবি, আজকের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ করতে হবে।

‎একেএস/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর