দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহের মধ্যে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চারটি মানবিক প্রকল্প হাতে নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শীতবস্ত্র, খাদ্য সহায়তা, শিক্ষার্থীদের জন্য শীত উপকরণ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা—এই চার খাতে একযোগে সহায়তা কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।
আস-সুন্নাহ ফাউন্ডেশন জানায়, এবারের শীত মৌসুমে দেশের দরিদ্র ও শীতপ্রধান অঞ্চলের মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর মাধ্যমে হাজার হাজার অসহায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান সরাসরি উপকৃত হবে।
বিজ্ঞাপন
প্রকল্পসমূহ
১. ২০০টি বহুমুখী পানির ফিল্টার বিতরণ
দেশের দারিদ্র্যপীড়িত মাদরাসা, স্কুল ও হাসপাতালে বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে ২০০টি ফিল্টার স্থাপন করা হবে। এসব ফিল্টার থেকে একই সঙ্গে ঠান্ডা, গরম ও স্বাভাবিক তাপমাত্রার পানি পাওয়া যাবে। এ প্রকল্পের জন্য ইতোমধ্যে কয়েক হাজার আবেদন জমা পড়েছে এবং বর্তমানে যাচাই-বাছাই কার্যক্রম চলছে।
আরও পড়ুন: সুন্নাহ ফাউন্ডেশনের প্রকল্পকে জবির 'হল' বিবেচনা না করার অনুরোধ
২. ১০ হাজার পরিবারে শাল ও হুডি বিতরণ
শীতার্ত জনগোষ্ঠীর জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে ২০০টি স্পটে ১০ হাজার পরিবারের মাঝে শীত নিবারক শাল ও হুডি বিতরণ করা হবে।
বিজ্ঞাপন
৩. ৫০ হাজার শিক্ষার্থীর জন্য মোজা ও টুপি
দারিদ্র্যপীড়িত এলাকার প্রায় ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ৫০ হাজার জোড়া মোজা ও টুপি বিতরণ করা হবে। শীত মৌসুমে প্রয়োজনীয় শীত-পোশাকের অভাবে পড়াশোনায় বিঘ্ন না ঘটে, সে বিষয়টি বিবেচনায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৪. ২২.৫ টন জরুরি খাদ্য সহায়তা
শৈত্যপ্রবাহের কারণে কাজ হারানো দিনমজুর ও শ্রমজীবী অসহায় পরিবারের জন্য ২২.৫ টন জরুরি খাদ্য বিতরণ করবে ফাউন্ডেশন। প্রতিটি খাদ্য প্যাকেটে থাকবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল এবং ৫০০ গ্রাম লবণ।
আরও পড়ুন: শেরপুরের ১৬০ পরিবারের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঘর হস্তান্তর
আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। শৈত্যপ্রবাহে যেসব মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন, তাদের কাছে খাদ্য ও শীতবস্ত্র পৌঁছে দেওয়াই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। এ মানবিক উদ্যোগে সমাজের বিত্তবানদের অংশগ্রহণ আমরা কামনা করি।’
শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেওয়া এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মানবিক কার্যক্রম হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সহায়তা কার্যক্রমে আগ্রহীরা সহযোগিতার মাধ্যমে অংশ নিতে পারেন। মানবিক সহায়তায় অংশগ্রহণের পেমেন্ট মেথড এখানে।

