রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।
সোমবার (২৭ অক্টোবর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে তেজগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
এর আগে, রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) সামনে ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৩৪) নামের এক পথচারী নিহত হন। এ ছাড়াও এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।
একেএস/এফএ

