মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে এক কোটি টাকা প্রদানের দাবি জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ দাবি জানান তিনি।
বিজ্ঞাপন
এর আগে বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রোরেল সেবা চালু সংক্রান্ত একটি পোস্ট প্রদান করে, সেই পোস্টের কমেন্টে মাহবুব কবির মিলন এই মন্তব্য করেন।
মাহবুব কবির মিলন লিখেছেন, নিহতের পরিবারকে দিতে হবে ১ কোটি টাকা। এই টাকা দেবে নিম্নমানের বিয়ারিং প্যাড সরবরাহকারী প্রতিষ্ঠান এবং অবহেলা ও ভাগ খাওয়া সরকারি কর্মকর্তারা।
তিনি বলেন, যারা এই প্যাড রিসিভ করে চালিয়ে দিয়েছে। তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে।
এসএইচ

