রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডিবি পরিচয়ে ডাকাতি,  ট্রাক-প্রাইভেটকার-মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

ডিবি পরিচয়ে ডাকাতি,  ট্রাক-প্রাইভেটকার-মোটরসাইকেলসহ গ্রেফতার ৩
ডিবি পরিচয়ে ডাকাতি,  ট্রাক-প্রাইভেটকার-মোটরসাইকেলসহ গ্রেফতার ৩। ছবি: সংগৃহীত

ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ দুর্ধর্ষ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মনোয়ার হোসেন সকাল ওরফে বাবু (৩৪), টিটু মিয়া (৩২) ও মিঠু মিয়া (৪৮)। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও ২৯৭ প্যাকেট আর্ট পেপার উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


শনিবার রাতে রাজধানীর মিরপুর, বাবুবাজার ও চাঁদপুর জেলার হাইমচর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, সেলিম মোল্লা নামে একজন বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


মামলার এজাহারে বলা হয়, গত ২৯ আগস্ট নুর আলম নামে এক ব্যক্তি যাত্রাবাড়ীর কোনাপাড়া এআর প্রিন্টারস থেকে ঢাকা কোতোয়ালীর নয়াবাজারে আর্ট পেপার পরিবহনের জন্য বাদীর ট্রাক ভাড়া করে। ৩০ আগস্ট ট্রাকটি যাত্রাবাড়ীর মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে চারজন অজ্ঞাত ব্যক্তি ট্রাকটি থামিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালান দেখতে চান। চালানে সমস্যা আছে বলে অভিযোগ তুলে তারা চালক রাহাত ও সহকারী মোশারফের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ট্রাকের পেছনে থাকা চারজন শ্রমিক ভয়ে পালিয়ে যায়। ডাকাতরা চালক রাহাতকে ইলেকট্রিক শক মেশিন দিয়ে ভয়ভীতি দেখিয়ে ট্রাকটি ডেমরার দিকে চালাতে বাধ্য করে। পরে মৃধাবাড়ী ইউ-টার্নের কাছে পৌঁছে তারা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

picture.jpg-

ট্রাক-প্রাইভেটকার-মোটরসাইকেলসহ গ্রেফতার ৩।

থানা সূত্র জানায়, শনিবার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মনোয়ার হোসেন সকাল ওরফে বাবুকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুরে চাঁদপুর জেলার হাইমচর থানায় অভিযান চালিয়ে টিটু মিয়াকে গ্রেফতার করা হয়। এরপর টিটুর দেওয়া তথ্য অনুযায়ী রাতে বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে মিঠু মিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে একটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও ২৯৭ প্যাকেট আর্ট পেপার উদ্ধার করা হয়।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর নয়াবাজার এলাকায় আসা ব্যবসায়ীদের ও পণ্যবাহী ট্রাকগুলোকে অনুসরণ করত। পরে রাজধানীর সুবিধাজনক স্থানে পথরোধ করে আইনশৃঙ্খলা বাহিনী বা ডিবি পরিচয় দিয়ে ট্রাকের মালামাল লুট করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমআইকে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর