রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

Arrest
ডিবির অভিযানে গ্রেফতারকৃত ৭ জন। ছবি- ঢাকা মেইল

রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে নবীনগর হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চাপাতি জব্দ করা হয়।


বিজ্ঞাপন


বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সজীব গাজী (২৭), মো. রাজন (৩০), মো. সোহেল (৩০), মো. জসিম (২৪), মো. মামুন (২৪), মো. ইব্রাহিম (২৩) ও মো. রবিন (২০)।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে ডিবির চৌকস টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে। অন্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


এএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর