আইইএলটিএস পরীক্ষায় উত্তীর্ণ করতে প্রশ্নপত্র ও উত্তরপত্রের প্রলোভন দেখিয়ে একাধিক ছাত্র-ছাত্রীর সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮ লাখ ৩৮ হাজার টাকা ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় বনানীর অ্যামাজন লিলি লেক ভিউ রেসিডেন্স আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— পান্না পুনম হাওলাদার ওরফে কেয়া ও মামুন খান।
বনানী থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নাদিত হাসান রকি কুইন গ্লোবাল কনসালট্যান্ট অ্যান্ড আইএলটিএস প্রতিষ্ঠানে কোচিং করতো। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আসামিরা তার এবং অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে আইইএলটিএস (আন্তর্জাতিক মানের ইংরেজি দক্ষতা যাচাই পরীক্ষা) পরীক্ষায় পাস করার জন্য প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহের জন্য কেয়া ও মামুন ১ লাখ ৮০ হাজার টাকা নেন। এরপর ভুক্তভোগীরা এ চক্রের সদস্যদের কাছে তাদের টাকা ফেরত চাইলে তারা উল্টা টাকার কথা অস্বীকার করে ভূক্তভোগীদের হুমকি দেয়।
বনানী থানা পুলিশ জানায়, ভুক্তভোগীরা এ ঘটনায় থানায় মামলা করলে বিষয়টি তদন্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা চক্রের সদস্যদের শনাক্ত করি। এরপর শনিবার রাতে বনানী থানার ‘অ্যামাজন লিলি লেক ভিউ রেসিডেন্স’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
একেএস/এআর

