মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাকরির পরীক্ষায় প্রশ্ন কমনের প্রলোভন, চক্রের মূলহোতা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

Arrst
গ্রেফতার, ফাইল ছবি।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) বিভিন্ন নন-ক্যাডার চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র কমন পড়ার প্রলোভন দেখিয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে সিআইডি।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন। 

তিনি বলেন, প্রতারক চক্রটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) বিভিন্ন নন-ক্যাডার চাকরির পরীক্ষায় ৯০ শতাংশ কমন সাজেশন দেওয়ার প্রলোভন দেখিয়েছিল। এভাবে তারা সাধারণ চাকরি প্রত্যাশীদের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে। প্রার্থীরাও সরল বিশ্বাসে তাদের টাকা-পয়সা দিয়েছে। ভুক্তভোগীদের কয়েকজন সিআইডিতে অভিযোগ করলে চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে সিআইডি।

এ বিষয়ে বিকেল সাড়ে চারটায় সিআইডি সদর দফতরের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর