বাংলাদেশের বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোক জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেছেন, বদরুদ্দীন উমরের প্রয়াণে জাতি এক প্রজ্ঞাবান ও দূরদৃষ্টিসম্পন্ন মনীষীকে হারাল।
রোববার (৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় শিক্ষা উপদেষ্টা আরও বলেন, আমাদের ভাষা আন্দোলনসহ দেশের সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধ্যায়ের বস্তুনিষ্ঠ ইতিহাস রচনায় বদরুদ্দীন উমরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
শিক্ষা উপদেষ্টা বলেন, বদরুদ্দীন উমর জীবনের কোনো সুবিধাবাদী প্ররোচনা বা প্রলোভনকে তার আদর্শ থেকে বিচ্যুত বা লক্ষ্যভ্রষ্ট করতে পারেনি। তার জীবন, চিন্তা ও কর্ম ছিল মানুষের মুক্তিসংগ্রামের জন্য নিবেদিত।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বদরুদ্দীন উমর আর নেই
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্বগুলোর যথার্থ উপলব্ধির ক্ষেত্রে তার চিন্তা ও রচনাগুলো আমাদের জন্য পাথেয় স্বরূপ। বদরুদ্দীন উমর শুধু তাত্ত্বিক আলোচনাতেই সীমাবদ্ধ থাকেননি, মানুষের মুক্তি সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তার নির্ভীক ও আপসহীন ভূমিকার কথাও এই দেশ ও জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
এই মহান চিন্তক ও নিরলস সংগ্রামীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শিক্ষা উপদেষ্টা বলেন, আমি তার শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বদরুদ্দীন উমর সবসময় আমাদের ন্যায্য সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবেন।
এএসএল/এআর

