মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিশুস্বর্গ ফাউন্ডেশনের বিনামূল্যে স্যানেটারি ন্যাপকিন বিতরণ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জুন ২০২২, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

শিশুস্বর্গ ফাউন্ডেশনের বিনামূল্যে স্যানেটারি ন্যাপকিন বিতরণ
ছবি : ঢাকা মেইল

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনামূল্যে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার সিপাইপাড়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


শিশুস্বর্গ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী আনিছুর রহমানের সভাপতিত্বে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাবান্ধা আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন। 

বিশেষ অতিথি ছিলেন সিপাইপাড়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম,বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আজিমুল হক, এসিআই গ্রুপের পঞ্চগড় এরিয়া ম্যানেজার সৈয়দ রাশেদুল ইসলাম প্রমুখ। 

পরে বিনামূল্য বিদ্যালয়ের ৬ শতাধিক ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়া তাদের বিভিন্ন সমস্যা বিষয়ে পরামর্শ দেন চিকিৎসকরা। 

প্রথমবারের মতো এমন উপহার পেয়ে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর