ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ নির্বাচনী এলাকার সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে গেজেট প্রকাশ হতে পারে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গাজীপুরের একটি আসন বাড়ানো হয়েছে। আর বাগেরহাটে কমানো হয়েছে একটি আসন। এর ফলে গাজীপুরে ৫ থেকে বেড়ে ৬ সংসদীয় আসন আর বাগেরহাটে ৪টি থেকে কমে ৩টি আসন করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে যুক্ত করা হয়েছে বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে।
আরও পড়ুন: আসন বাড়ল গাজীপুরে, কমল বাগেরহাটে
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এবং বিজয়নগর উপজেলার ইউনিয়ন ইছাপুর, চম্পকনগর, পত্তন দক্ষিণ সিংগারবিল, বিষ্ণুপুর, চর ইসলামপুর, পাহাড়পুর ও হরষপুর ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন পরিচালনা করা সংস্থাটি।
গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়। এবং বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়।
বিজ্ঞাপন
এছাড়া পরিবর্তন আনা হয় মোট ৩৯টি আসনে। এগুলো হলো-পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরিয়তপুর ২ ও ৩; ঢাকা ২,৩,৭,১০,১৪ ও ১৯; গাজীপুর ১,২,৩,৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩,৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১,২,১০ ও ১১; নোয়াখালী ১,২,৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসন। ইসির প্রকাশিত ওই খসড়ার তালিকার ওপর গত ১০ আগস্ট পর্যন্ত আপত্তি আহ্বানও করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার দুটি সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত
আগে বাগেরহাট-১ মোল্লারহাট-ফকিরহাট-চিতালমারি; বাগেরহাট-২ বাগেরহাট সদর এবং কচুয়া; বাগেরহাট-৩ রামপাল এবং মোংলা, বাগেরহাট-৪ মোড়েলগঞ্জ এবং সরণখোলা; এই চারটি আসন ছিল বাগেরহাটে।
খসড়ায় বাগেরহাট-১ আসনে কোনো পরিবর্তন আনা হয়নি। বাগেরহাট সদর, কচুয়া, রামপাল নিয়ে বাগেরহাট-২ আসন এবং মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে বাগেরহাট-৩ আসন প্রস্তাব করা হয়।

