রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাচারকৃত অর্থ কত দিনে ফেরত আনা সম্ভব, যা বললেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

Safi
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি- সংগৃহীত।

পতিত আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সেসব অর্থের কতটা, কীভাবে এবং কত দিনে ফেরত আনা যাবে, এ নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, ‘বিদেশে পাচার হওয়া অর্থ নিয়ে বাংলাদেশের ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, এনবিআর, সিআইডির দল কাজ করছে। এটা খুবই বিস্তৃত একটা কাজ। আমার মনে হয় কয়েক বছর লেগে যাবে পুরো টাকা ফেরত আনতে।’ 


বিজ্ঞাপন


আরও পড়ুন: প্রেস সচিবকে নিয়ে অপপ্রচার শনাক্ত করল বাংলাফ্যাক্ট

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সম্প্রতি বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। 

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এ তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই নির্বাচন, উদ্বেগের কিছু নেই: প্রেস সচিব

সেই অর্থের কতটুকু উদ্ধার করা সম্ভব— এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘বিদেশে ৪০ হাজার কোটির সম্পদের সঙ্গে অনেকগুলো আইনি প্রক্রিয়া আছে। আইনি অনেক জটিলতা আছে। ফলে অনেকের নাম কিংবা কোথায় তার সম্পদ আছে, আমরা এখানে তা প্রকাশ করতে পারি না। কিন্তু এদের অনেকের সম্পদের কথা ব্রিটিশ পত্রিকায় এসেছে।’

শফিকুল আলম বলেন, ‘যেহেতু আমাদের সরকার এখানে একটা অংশ, সরকার প্রথমে খুঁজবে কোথায় কোথায় সম্পদ আছে। দ্বিতীয়ত, যেসব দেশে সম্পদ রয়েছে, সেসব দেশের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই সম্পদ ফ্রোজেন করা হয়। কিছু কিছু জায়গায় কিন্তু ফ্রোজেন হয়ে গেছে।’

আরও পড়ুন: দেশের বাইরে আ.লীগ কী করছে, নজর রাখছে সরকার: প্রেস সচিব

তিনি আরও বলেন, ‘আমাদের এখান থেকে টাকা পাচার করে যেহেতু বিদেশে ওই সম্পদ কেনা হয়েছে, সেটি বিক্রি করে পুরো টাকাটা ফিরিয়ে নিয়ে আসার জন্য কাজ করছি। এটা খুবই সময়সাপেক্ষ বিষয়। তবে এই কাজগুলো গুরুত্বের সঙ্গে করা হচ্ছে।’

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে সমাপ্তি ঘটে আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলের।

আরও পড়ুন: এক বছরে ইউনূস সরকারের সাফল্য কী, জানালেন প্রেস সচিব

‘স্বৈরাচার’ খেতাব পাওয়া এ সরকারটির বিদায়ের পর থেকেই একে একে বেরিয়ে আসে সে সময়কার মন্ত্রী-এমপিসহ সরকারি আমলাদের কোটি কোটি টাকার অবৈধ সম্পদের ফিরিস্তি। জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে তাদের পাচারকৃত অর্থ ও সম্পদের কথাও।

এএইচ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর